২৬ এপ্রিল, ২০২৪

Court: 'সমাজ থেকে জঞ্জাল সরিয়ে উপযুক্তদের জায়গা দিন', নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য হাইকোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-31 20:31:57   Share:   

নবম দশমে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সিবিআইয়ের উপর তীব্র অসন্তুষ্ট হাইকোর্ট। এবার এই তদন্তকারী সংস্থার (CBI) কাজের ধরনে বিরক্ত বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Basu)। মঙ্গলবার সকালে একটি রিপোর্ট, সিল বন্ধ খামে জমা দেয় সিবিআই। সেটার সঙ্গে সিবিআইয়ের আইনজীবীর রিপোর্টের কোন মিল নেই। বিরক্ত হাইকোর্টের (Calcutta high Court) বিচারপতি বলেন, "দেশের একটা প্রধান তদন্তকারী সংস্থার এমন ভুল কাম্য নয়। সিবিআইয়ের ফাইল করা রিপোর্টে যা আছে তার চাইতে আইনজীবীর ফাইলে আরও বেশি তথ্য আছে। এটা কীভাবে হয়? এটা কি আপনার রেপুটেশনের সঙ্গে মিল খায়? আপনার ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে। সব পেপার তিনবার চেক করে পাঠানো উচিৎ। এত দেরি হচ্ছে কেন। সমাজ থেকে জঞ্জাল সরিয়ে উপযুক্তদের জায়গা করে দিন।'

একইভাবে এদিন শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় সরব বিচারপতি বসু। "সব কি আদালতের দায়িত্ব? আপনাকে কেউ ঠকিয়ে চলে গেল। চুপ করে বসে থাকবেন? এত ভয় কেন? যা হয়েছে মুছে এগিয়ে চলুন। নিজের ক্ষমতা কেন প্রয়োগ করছেন না? আপনার চেয়ারম্যানকে বলুন। এদের চাকরি থেকে বরখাস্ত করুন।'  বৃহস্পতিবার সিবিআইকে ফের রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের।

এ প্রসঙ্গে উল্লেখ্য, নবম-দশম নিয়োগ দুর্নীতিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিবিআই গোপন রিপোর্ট দিতে গিয়ে ভুল রিপোর্ট দিয়ছে। যা নিয়ে বিরক্ত প্রকাশ করেছে কোর্ট। সিবিআইকে বিচারপতির কটাক্ষ, 'কেন তদন্তে এত দেরি করছে সিবিআই। জানি না সিবিআই কেন এতো ধীর গতিতে চলছে!'


Follow us on :