২৭ এপ্রিল, ২০২৪

Bhabanipur: 'ছোটবেলায় আমি তিন বছর গান শিখেছি', ভবানীপুরের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-14 09:56:42   Share:   

ভবানীপুর উত্তীর্ণ মুক্তমঞ্চে আয়োজিত বিজয়া সম্মিলনী (Bijoya Meet) অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (CM Mamata) জানান, ধর্ম যার যার, উৎসব সবার। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সওয়াল করে তাঁর দাবি, 'আমাদের যে রেড রোডে (Red Road) ইদের নামাজ হয়, সেই রাস্তায় আবার পুজো কার্নিভাল হয়। মনে রাখবেন ধর্ম যার যার উৎসব আমাদের সবার।' তিনি জানান, বৌদ্ধ, জৈন, পার্সি কেউ আমায় কিছু বললে আমরা করে দিই। শিখদের হালুয়া আমি খুব ভালবাসি।'

মমতার মন্তব্য, 'ছোটবেলায় আমি তিন বছর গান শিখেছি, কিন্তু থার্ড ইয়ারের পর করা হয়নি। তার মধ্য থেকেই খেয়াল, সারেগামাপা যা শিখেছি, সেখান থেকেই গানের একটা ধারণা তৈরি হয়েছে। শুধু নাচ করিনি ছোট বেলায়। হিন্দিতে আমার ছ'টা বই বেরিয়েছে। চেষ্টা তো করেছি। সাঁওতালি, রাজবংশী, লেপচা ভাষায় আমার বই বেরিয়েছে। কেউ এগিয়ে এসে সাহায্য করলে পঞ্জাবি, গুজরাতিতেও আমার বই অনুবাদ হতেই পারে। সবকিছু শেখা ভালো, জেনে রাখা ভালো।'

তিনি জানান, গুজরাতিদের ডান্ডি নাচ আমাকে কেউ শেখায়নি। ধামসা, মাদল কেউ শেখায়নি। কিন্তু একটু এদিক ওদিক ঠিক করে দিতে পারি। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মীদের এহেন উৎসাহ বার্তার মধ্যেও কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব ছিলেন মুখ্যমন্ত্রী।


Follow us on :