১১ মে, ২০২৪

Mamata: 'ওকে হয়ত থ্রেট করেছে কেউ', মুকুল প্রসঙ্গে নবান্নে মুখ খুললেন মমতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-19 17:04:59   Share:   

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুকুল রায়কে নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই, এবার মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট জানিয়ে দিলেন মুকুল তো বিজেপিরই বিধায়ক। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওকে হয়ত থ্রেট করেছে কেউ, তাছাড়া ও তো বিজেপিরই বিধায়ক।' এরপরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি এর বেশি কিছু বলতে চাই না, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, এ সংক্রান্ত বিষয় ওনার ছেলেকে জিজ্ঞেস করুন।'

পাপাশি সোমবার বিরোধী দলনেতার করা মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায়, সেসঙ্গে কড়া ভাষায় আক্রমন করলেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপিকে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় স্বীকৃতি খোয়া যাওয়ার পর নাকি মমতা বন্দোপাধ্যায় অমিত শাহকে ৪ বার ফোন করেছেন। এমন মন্ত্যবের পর নবান্ন থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন মুকুল রায়ের প্রসঙ্গ এলে তিনি বলেন ও তো বিজেপিরই বিধায়ক।

বুধবার সংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার নামে ভুল বার্তা ছড়ানোর চেষ্টা চলছে, বিজেপি আমাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে।' পাশাপাশি মমতা বন্দোপাধ্যায় বলেন, 'ফোনের কথা প্রমাণ  করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব এবং প্রমান করতে না পারলে নাকখত দিতে হবে।' বুধবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আক্রমন করতে ছাড়েননি স্বরাষ্ট্রমন্ত্রীকেও, মমতা বন্দোপাধ্যায় ওই সাংবদিক বৈঠকেই বলেন, ' অমিত শাহের আচরণ ঠিক নয়, গায়ের জোরে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছেন, এছাড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছেন।'

এছাড়া বুধবার মুখ্যমন্ত্রী তার দলের সর্বভারতীয় পদ নষ্ট হওয়া নিয়েও মন্তব্য করেন, এবং বলেন, 'নির্বাচন কমিশনকেও ওরা কন্ট্রোল করছে, আমার দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমি এই নাম বদলাব না।'


Follow us on :