০৯ মে, ২০২৪

Nabanna: দিল্লিতে মুখোমুখি মোদী-মমতা, হঠাৎ নবান্নে হাজির শুভেন্দু! কারণটা কী?
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-20 12:23:32   Share:   

আজ অর্থাৎ ২০ ডিসেম্বর বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের মাঝেই নবান্নে হঠাৎ হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন বিধায়কও। তবে কেন আচমকা নবান্নে গেলেন শুভেন্দু, তা নিয়েই উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, মূলত ১০০ দিনের কাজ, আবাস যোজনার অর্থ, কেন্দ্রীয় সরকারের বরাদ্দের ক্ষতিয়ান নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে গিয়েছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার সঙ্গে গিয়েছেন চন্দনা বাউড়ি ও শঙ্কর ঘোষ।

আবার বিধায়কদের নিয়ে নবান্নে যেতেই একটি ছবি প্রথম সামনে এসেছে। যেখানে শুভেন্দু অধিকারী, চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ, বিশাল লামাদের দেখা যায় পোস্টার। সেখানে লেখা, 'বঞ্চিত বাংলার জনগণ'। তাতে রয়েছে বেশ কিছু খতিয়ানের উল্লেখ। এছাড়াও রয়েছে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত তথ্য। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানালেন, তিনি বাংলার মানুষের বঞ্চনার কথা বলতে এসেছেন। তিনি বলেন, 'রাজ্যের জনগণকে বঞ্চিত করে, কেন্দ্রের টাকা নয়ছয় করে, বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে দিল্লিতে যে ড্রামা করতে গিয়েছেন, আমরা তার পাল্টা তথ্য দিয়ে গেলাম। আমরা বোঝাতে এলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে ড্রামা করছেন। আমরা এক ইঞ্চিও জমি ছেড়ে দেব না। এই লড়াই চলতে থাকবে।'


Follow us on :