০৮ মে, ২০২৪

Vande: দুয়ারে পুরী! হাওড়া থেকে দ্বিতীয় বন্দে ভারতে সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ ধাম
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-28 14:31:04   Share:   

দুয়ারে পুরী! নেপথ্যে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। রাজ্য পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। বাংলায় এবার শীঘ্রই হাওড়া-পুরী (Howrah-Puri) রুটে এই সেমি হাইস্পিড ট্রেন চালানোর সিদ্ধান্ত। বাঙালির প্রিয় ডেস্টিনেশন 'দীপুদা'-র দা অর্থাৎ দার্জিলিংকে ইতিমধ্যে জুড়েছে হাওড়া-এনজেপি বন্দে ভারত। এবার পু অর্থাৎ জগন্নাথ ধাম পুরীকেও জুড়তে চলেছে বন্দে ভারত। এই রুটে বন্দে ভারত চালু হলে মাত্র সাড়ে ছয় ঘন্টায় পৌঁছানো যাবে পুণ্যধাম পুরীতে। 

শুক্রবার, প্রথম পর্বে হাওড়া এবং পুরীর মধ্য়ে বন্দে ভারত এক্সপ্রেসের ফুল ফেইজ ট্রায়াল রান চলে। সকাল ৬:১০-এ হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুর ১২:৩৫-এ পুরী পৌঁছয় বন্দে ভারত। এ রাজ্যে একমাত্র খড়গপুর স্টেশনে দাঁড়াবে অত্যন্ত দ্রুতগতির এই ট্রেন। 

সূত্রের খবর, ফুল ফেজ অপারেশনের আগে আরও দুই দফায় ট্রায়াল রান হওয়ার কথা। দ্বিতীয় ট্রায়াল ৩০ এপ্রিল হাওড়া থেকে ভদ্রক এবং এরপর ভদ্রক থেকে হাওড়া পর্যন্ত অনুষ্ঠিত হবে। মে মাস থেকেই হাওড়া পুরী রুটে যাত্রা শুরু করতে পারে বন্দে ভারত।


Follow us on :