২৭ এপ্রিল, ২০২৪

Gold: ১৮টি সোনার বাট উদ্ধার বেলঘড়িয়ায়, গ্রেফতার ৪! ধৃতদের মধ্যে দু'জন মহারাষ্ট্রের
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-16 13:49:01   Share:   

আবারও বেলঘড়িয়া থেকে উদ্ধার সোনা (Gold recover)! এবার প্রায় ১৮টি সোনার বাট উদ্ধার হয়, যার ওজন প্রায় আড়াই কেজি। এই ঘটনায় ভিন রাজ্যের বাসিন্দা-সহ চার জনকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিস (Belgharia PS)।

পুলিস সূত্রে খবর বুধবার বেলঘড়িয়া থানার পেট্রোলিং টিম গোপন সূত্রে খবর পায় বেলঘড়িয়ার সলপথ বাগান এলাকায় সোনা পাচার হচ্ছে। সেই খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিস। সেখান থেকেই ১৮টি সোনার বাট উদ্ধার করে পুলিস। এরপরেই মহারাষ্ট্রের দুই বাসিন্দা নানাথ মাশাল, প্রবীণ চহ্বান নামে দু'জনকে গ্রেফতার করা হয়। তাঁদের সঙ্গেই পার্শ্ববর্তী নদীয়া জেলার বাসিন্দা অজয় ঘোষ ও মঙ্গল হালদার নামে দু'জনকে গ্রেফতার করে পুলিস।


পরবর্তী সময় উদ্ধার হওয়া সোনার ওজন করলে দেখা যায়, ওজন প্রায় আড়াই কেজি। চার জনকে বৃহস্পতিবার ১৪ দিনের পুলিসি হেফাজতের আবেদন চেয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনা নিয়ে আসা হচ্ছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, এসব কিছু জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা, এমনটাই ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর।


Follow us on :