১০ মে, ২০২৪

BJP: বিজেপি করা অপরাধ! ফের তৃণমূল কাউন্সিলরের রোষে বিজেপি কর্মী
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-28 18:39:58   Share:   

বিজেপি করাটাই কি অপরাধ? এরাজ্যে বিজেপি কর্মীদের উপর বারবার ধেয়ে এসেছে আক্রমণ। আর এবারেও যে তার অন্যথা হল না। আবারও তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুনীল সিং। অভিযোগ, তাঁর বাড়ির সামনে একটি র‍্যাম্প তৈরি করা হচ্ছিল। একেবারে ব্যক্তিগত পরিসরে। কিন্তু বুধবারই এই ওয়ার্ডের কাউন্সিলর এসে সেই কাজ বন্ধ করিয়ে দেন। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকিও দেন কাউন্সিলর। ঘটনায় বটতলা থানায় মেইল মারফত অভিযোগ দায়ের করা হলেও সেই অভিযোগে কোনও কর্ণপাত করছে না পুলিস। অভিযোগ সুনীল সিংয়ের।

যদিও ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, সুনীল সিং দীর্ঘদিন ধরেই পুরসভার ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণ করেছেন। যে র‍্যাম্প তিনি তৈরি করছেন তাও সম্পূর্ণ বেআইনি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, সুনীল সিংকে মানসিক বিকারগ্রস্থ বলেও সম্বোধন করেন কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়। তবে এটিই প্রথমবার নয়, বিনা নোটিসে আগেই কলকাতা পুরসভার তরফে বুলডোজার দিয়ে বিজেপি কর্মীর সুনীল সিংয়ের বাড়ির সামনের ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল। দোকানটি অবৈধ নির্মাণ বলে ভেঙে দেওয়া হয়। সুনীল সিংয়ের অভিযোগ ছিল, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে স্থানীয় কাউন্সিলর ও বিধায়ক শশী পাঁজার বিরুদ্ধে মামলা করাতেই এই পরিণতি। সেই প্রসঙ্গেও এদিন কাউন্সিলর বলেন, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছিল পুরসভার কমিশনারের নির্দেশে।


Follow us on :