২৬ এপ্রিল, ২০২৪

Anubrata: জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত, টিএমসি নেতার হয়ে সওয়াল কপিল সিব্বলের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-16 16:45:07   Share:   

গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) জামিন চেয়ে হাইকোর্টে (Calcutta high Court) জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার (Anubrata Mandal Bail Plea) শুনানি হয়েছে। শুনানির সওয়াল-জবাবে উঠে আসে সিবিআই (CBI) হেফাজতে বগটুই-কাণ্ডের অভিযুক্ত লালন শেখের মৃত্যু প্রসঙ্গ। আর এতেই সিবিআইয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচি।

লালন শেখের সিবিআই হেফাজাতে মৃত্যু নিয়ে পুলিস এফআইআর করে কোনও ভুল করেনি। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে পুলিশ যা করেছে, তা যথার্থ কাজ করেছে। অনুব্রত মণ্ডলের জামিন মামলায় মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। তাঁর মন্তব্য, 'সিবিআইয়ের হেফাজতে মৃত্যু কখনওই সাধারণ মৃত্যু নয়। আত্মহত্যা হলেও সেই দায় তদন্তকারী সংস্থার থেকেই যায়।' এদিকে এই জামিন মামলায় দু'পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দিতে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

এদিন শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বলের সওয়াল, 'এই মামলায় এনামুল হক জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টে। এই মামলার মাস্টার মাইন্ড জামিনে মুক্ত। চার্জশিট জমা পড়েছে। আমার মক্কেল ৪ মাসের বেশি জেলে। মূল অভিযোগ হচ্ছে এনামুল ও সতীশ নামক দু'জন সীমান্ত দিয়ে গরু পাচার করতেন। অনুব্রত মণ্ডল ১১ আগস্ট থেকে জেলে আছেন। ইডি তাঁকে অন্য মামলায় যুক্ত করেছে, তিনি দুটো মামলায় যুক্ত।'

এই সওয়াল শুনে বেঞ্চের প্রশ্ন, 'দুটো বিষয় এক? এনামুলের হেফাজতের সময় বেশি ছিল। আপনার মক্কেল অনেক বেশি প্রভাবশালী। আপনার থেকে কোনও প্রমাণ বা নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই?' পাল্টা সিব্বল জানান, 'না, অনুব্রত মণ্ডলের থেকে কিছু পায়নি। আমার মক্কেল জনতার সেবকও নয়।' এই সওয়াল শুনে ডিভিশন বেঞ্চের পাল্টা, 

'আপনার মক্কেল এতটাই প্রভাবশালী যে মামলা চলাকালীন বিচারক হুমকি পান। মনোজ সানা সাক্ষী এবং তিনি নিখোঁজ। তিনি অভিযুক্তর জন্য বিচারককে হুমকি দিয়েছেন, এটা প্রমাণিত। আর বিচারক নিজেও বলেছেন তিনি হুমকি পেয়েছেন।' যদিও অনুব্রতর আইনজীবীর পাল্টা সওয়াল, 'কিছুই পায়নি, সবটা মন গড়া।'

এদিকে, সিবিআই আইনজীবী জানান, 'আমাদের কাছে থাকা প্রামাণ্য নথি কলকাতা হাইকোর্টে জমা আছে। আরও কাগজ আমরা পরবর্তী শুনানিতে দেব। সংস্থার কাছে প্রমাণ আছে। গত পাঁচ দিনে আরও প্রমাণ হাতে এসেছে। আদালত চাইলে আমরা আদালতে সেটা জমা দিতে চাই। বগটুইতে অন্য একটি মামলায় হেফাজতে মৃত্যু হয়েছে অভিযুক্তর। সেই মামলায় যুক্ত করা হয়ছে গরু পাচার-কাণ্ডের মামলার আইও বা তদন্তকারী অফিসারকে। যেহেতু অনুব্রত কেসে তিনি যুক্ত, তাই ফাঁসানোর চেষ্টা।' 

এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচির কটাক্ষ, 'আপনাদের হেফাজতে মৃত্যু কখনও সাধারণ মৃত্যু নয়। আত্মহত্যা হলেও সেই দায় তদন্তকারী সংস্থার। আপনি চাইলেই কোনও অভিযুক্তর প্রোটেকশন এই মামলা থেকে নিয়ে যাবেন, সেটা অন্য মামলা।' অপরদিকে, অনুব্রতর তরফে তাঁর আইনজীবী কপিল সিব্বল বলেন, আমার কাগজ দিতে কিছুটা সময় লাগবে।' হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে বলেন, 'সময় দেওয়া হলো। আগামী ২২ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের আইনজীবী জমা দেবে তাঁদের প্রামাণ্য নথি। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।'



Follow us on :