১২ মে, ২০২৪

Firhad: 'আমি কি চোর?' ৯ ঘন্টা সিবিআই জেরার পর বিস্ফোরক ফিরহাদ হাকিম
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-08 19:17:49   Share:   

'চাকরিপ্রার্থীদের টাকা নেওয়ার থেকে মায়ের মাংস খাওয়া ভালো,' পুর নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এবার এমন মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। রবিবার সকালে রাজ্যের বারোটি জায়গায় তদন্ত সিবিআই হানা দেয়। এরই মধ্যে মদন মিত্র এবং কলকাতার মেয়ার ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা শেষে ফিরহাদ সাংবাদিকদের জানান, তিনি কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়।

কিছুটা বিস্ফোরক সুরেই বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সি কে প্রশ্ন ছুড়ে দেন ল, 'আমি প্রশ্ন করতে চাই আমি কি চোর? আমি কি অপরাধ করেছি? সারা জীবন একটা আদর্শ, একটা নীতি নিয়ে রাজনীতি করেছি। কি পেলেন তদন্ত করে?' এদিন তিনি আরও জানান,  অয়নশীলকে আমি চিনিও না, কোনদিন জীবনে কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হইনি। জীবনে নিজে কখনো ফুর্তি করিনি, জীবনে কখনও নেশা-ভান করিনি। মানুষ সেবা করতে এসেছি।'

এরপরেই রাজনৈতিক ব্যক্তিত্বদের টেনে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে সুজন বাবু আমাকে জানেন, রাজনীতি ছেড়ে বলুন, আমি চোর? বিকাশ বাবু ব্যক্তিগতভাবে বলুন, আমি চোর! দিলীপ ঘোষ ব্যক্তিগতভাবে আমাকে জানে, বলুন আমি চোর!'

এদিন উত্তেজিত সুরে ফিরহাদ হাকিম আরও বলেন, 'ব্যবসা থেকে টাকা নিয়ে মানুষের সেবা করেছি।' এদিন কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দিয়ে তিনি বলেন, 'যা ইচ্ছে তাই করব, নারদা হয়েছে, ভেবেছিলাম করে বিচার পাব। সেখানে বিচার হবে না, তার কারণ একতরফা হয়েছে। শুভেন্দু ওই কেসে আসামী। তাই কোনদিন চার্জ ফ্রেম হবে না। কোনওদিন বিচার পাব না। আমি মারা যাব তারপর বিচার কোনও একদিন আমি ক্লিনচিট পাবো।'

এবার তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ' আমার ফ্যামিলিকে হ্যারাস করা হচ্ছে। বিজেপিকে বলে দিই পারলে আমাকে জেলে রাখুন আমাকে, কিন্তু অপমান করবেন না। বিজেপি একটি অসভ্য, বর্বর লোকের দল। সামনে দিয়ে লড়তে পারে না মিথ্যা প্রবাদ দিয়ে পিছন দিক দিয়ে আমাদের সম্মানহানি করে।'

এদিন তিনি সাংবাদিকদের তাকে সিবিআইয়ের জেরা বিষয়ে বলেন, 'আমার দলিল দেখেছে, জেরক্স কপি নিয়ে গেছে, আমার ডকুমেন্টস দেখেছে, গোটা বাড়ি তল্লাশি করেছে উপর থেকে নিচ অবধি। কিছু বাজেয়াপ্ত করেনি,' শেষ পর্যন্ত নারদার পর ফের সিবিআই জেরে শেষে তিনি বলেন, 'আইন অনুযায়ী পৌর মন্ত্রীর সঙ্গে কোনোভাবেই পুর নিয়োগ যুক্ত নয়। পুরসভার নিয়োগের কোনও তথ্য পৌরমন্ত্রীর কাছে এসে না।'


Follow us on :