০৯ মে, ২০২৪

Suvendu: সুকান্ত অসুস্থ থাকলেও, সন্দেশখালি কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মাঠে শুভেন্দু
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-15 13:09:39   Share:   

সুকান্ত অসুস্থ থাকলেও সন্দেশখালি কাণ্ডে ঝাঁঝ বাড়াতে মরিয়া বিজেপি। বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিসি বাধার মুখে পড়ে অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অসুস্থ সুকান্তকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সল্টলেক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওদিকে এরপর আজ বৃহস্পতিবার সন্দেশখালি কাণ্ডে বসিরহাটএসপি অফিস ঘেরাওয়ের জন্য রওনা দিয়েছে শুভেন্দু। সূত্রের খবর আজও তাঁকে পথেই আটকে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। যেমনটা গত মঙ্গলবার হয়েছিল। পুলিশি বাধার মুখে পড়ে রীতিমত বসিরহাট এসপি অফিস ঘেরাও বাতিল করতে হয় শুভেন্দুকে।

ওদিকে সুকান্তর মাথায় ও কোমরে চোট রয়েছে বলে সূত্রের খবর। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড। অসুস্থ সুকান্তকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। সেখানে তিনি সুকান্তর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে হাসপাতাল থেকে বেরনোর সময় তিনি জানান, আমি এখনও কোনও রিপোর্ট পেশ করিনি। রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়েছি, সেটি দেখে কেন্দ্রকে পাঠাব। পরে হাসপাতালে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



Follow us on :