২৭ এপ্রিল, ২০২৪

Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-28 14:27:37   Share:   

গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ে অকালে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শুধু কী তাই? সহায়-সম্বল এমনকি মাথার ছাদ হারিয়েছেন অনেকে। আর তারপর থেকেই উঠে আসছে শহরে একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ। আইন-শৃঙ্খলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে কলকাতার বুকে। বৃহস্পতিবার ফের একবারে গার্ডেনরিচ এলাকাতেই খোঁজ পাওয়া গেল একটি বেআইনি বহুতলের। এলাকার জে ৪৭৪/সি/১ নির্মীয়মান একটি বহুতল বিল্ডিং হেলে রয়েছে পাশের বহুতলের গায়ে। ওই বেআইনি বহুতল পরিদর্শনে যায় কলকাতা পুরসভার বিশেষ তদন্ত কমিটি। সঙ্গে ছিলেন পুরসভার বেশ কয়েকজন কর্মীও। স্থানীয় সূত্রে খবর, বিল্ডিংয়ের মালিক জনৈক রাজকুমার সিং। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এই নির্মাণ বেআইনি। ইতিমধ্যেই শুরু হয়েছে বেআইনি ওই বহুতল ভাঙার কাজ। আর এই ঘটনাতেই ক্ষোভ শুরু বহুতলের বাসিন্দাদের। অভিযোগের তিরে রাজকুমার সিং।

যদিও গার্ডেনরিচের বিপর্যয়ের আগে অবধি এবিষয়ে দেখা যায়নি প্রশাসনিক তৎপরতা। প্ৰশাসনিক ঔদাসীন্যের কারণেই শহরের দিকে দিকে গজিয়েছে বেআইনি বহুতল। বারংবার সাধারণ মানুষের প্রাণের বিনিময়ে টনক নড়ছে রাজ্য প্রশাসনের। আর সেকারণেই প্রশ্ন উঠছে রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠছে রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা নিয়েও।


Follow us on :