২৭ এপ্রিল, ২০২৪

Tollywood:আমাকে গাড়ি কিনতে টাকা দিয়েছিল কুন্তল, ওর বাড়িও যেতাম:বনি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-09 16:44:12   Share:   

বৃহস্পতিবার দুই দফায় চলেছে অভিনেতা বনি সেনগুপ্তর (Actor Bony Sengupta) ইডি জেরা। নিয়োগ-কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সূত্র ধরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বনির নাম উঠে এসেছে। সেই সূত্রেই শুক্রবার এই টলিউড (Tollywood) অভিনেতাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থা। যদিও একদিন আগেই বৃহস্পতিবার নথি-সহ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বনি। এদিন মধ্যহ্নভোজের বিরতিতে ইডি দফতরের বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা।

তিনি জানান, 'কোনও অনৈতিক-অবৈধ কাজের সঙ্গে আমি জড়িত নয়। আমি সেই ধরনের ছেলেও না। কেন্দ্রীয় সংস্থাকে সবরকমভাবে সাহায্য করবো। কুন্তল নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত জানলে ওর সঙ্গে কাজ করতাম না। ২০১৭ সালে এক অর্গানাইজারের সূত্রে কুন্তলের সঙ্গে দেখা হয়েছিল। ছবি তৈরির আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু কোনও ছবি তৈরি হয়নি। তারপর ওর সূত্রে অনেক অনুষ্ঠান করেছি, অনেক কিছুর উদ্বোধনে গিয়েছি। আমাকে গাড়ি কিনতে সাহায্য করেছিল। প্রায় ৩৫ লক্ষ টাকার একটা অর্থ বিনিময় হয়েছিল। পাল্টা ইভেন্ট কিংবা ছবি করে কুন্তল আমাকে পরিশোধ করে দিতে বলেছিল। কোনও রকম লেখাপড়া হয়নি। ভালো সম্পর্কের ভিত্তিতে এই সাহায্য।'

বনি জানান, 'আমার সঙ্গে ভালো চেনাজানা ছিল। আমাকে বলেছিল তোমাকে হেল্প করতে চাই। তাঁর বিনিময়ে আমার কিছু কাজ করে দিও। কুন্তলের সঙ্গে এই কথা হয়েছিল বলে দাবি করেন বনি। সিটি সেন্টারে কুন্তলের বাড়ি যেতাম। ২০১৭ সালে একটাই আর্থিক লেনদেন হয়েছে ওর সঙ্গে। কুন্তল যেটা করেছে সেটা নিশ্চয় ভুল।' 

অভিনেতার দাবি, 'কুন্তলের এনজিও আছে, মেডিক্যাল ইন্ডাস্ট্রি চালায় এসব জানতাম। চোর কোনওদিন বলে চুরি করে না। আমার কাছে কুন্তলের সঙ্গে কাজ সম্পর্কিত যা যা নথি আছে, সব ইডিকে দিয়েছি। এই ঘটনায় আমি হতবাক। প্রচুর প্রযোজক আছে সিনেমা করতে, মিউজিক ভিডিও বানাতে আসেন। সেই সূত্র ধরেই পরিচয়, সম্পর্ক গড়ে উঠেছিল।'


Follow us on :