১১ মে, ২০২৪

ED: আজ কি হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা!
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-06 11:19:33   Share:   

প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে বারবার তদন্তে উঠে এসেছে লিপস এন্ড বাউন্স সংস্থার নাম। এ অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এরপর তদন্ত যতই এগিয়েছে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবারকে। শুক্রবার অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দোপাধ্যায়কে। হাজিরা দিতে বলা হয় ইডির কলকাতার দফতর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। এ অবস্থায় অভিষেক বন্দোপাধ্যায়ের মা কি হাজিরা দেবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অর্থাৎ অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। পাশাপাশি সোমবার অর্থাৎ ৯ই অক্টোবর তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া অভিষেকদের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয় ১১ই অক্টোবর। এ অবস্থায় আদালতের নজরদারি অর্থাৎ অমৃতা সিনহার নজরদারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলার তদন্ত সহযোগিতা করতে বলা হয়। তদন্তে আদালতের একতিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অবশ্য জোর ধাক্কা খায় রাজ্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ইডির চাওয়া নথি দশই অক্টোবরের মধ্যে অভিষেককে দিতে হবে। তাতে কোনও দেরি করা যাবে না। প্রয়োজনে ইডি তাঁকে ডেকে ১০ থেকে ১৫ ঘন্টাও জিজ্ঞাসা করতে পারে।


Follow us on :