সহপাঠীকে ধর্ষণ (Rape)। আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার (Arrest) করা হল নিউটাউনের (New Town) এক অভিজাত ইউনিভার্সিটির পড়ুয়াকে (Student)। অভিযুক্ত যুবকের নাম শেখ কবির হোসেন। বছর ২০-র ওই যুবক ব্যারাকপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। টেকনোসিটি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ, গত সেপ্টেম্বরের ১৭ তারিখ ওই ইউনিভার্সিটির পড়ুয়ারা সকলে মিলে একটি পার্টির আয়োজন করেন। এর জন্য নিউটাউনের সাপুর্জি আবাসনে ফ্ল্যাট ভাড়া করা হয়। সেখানেই মূলত মদ্যপ অবস্থায় ধৃত পড়ুয়া শেখ কবির হোসেন তাঁর এক মহিলা সহপাঠীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই যুবতীর আরও অভিযোগ, ধর্ষণ করার পর তাঁকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেন অভিযুক্ত পড়ুয়া। সেই কারণে ভয়ে এতদিন মুখ খুলতে পারছিলেন না তিনি।
শেষমেশ ওই যুবতী তাঁর পরিবারকে সব কথা জানালে গত ১৫ তারিখ পরিবারের তরফ থেকে টেকনোসিটি থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুরের বাসিন্দা শেখ কবির হোসেনকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিস। অভিযুক্ত পড়ুয়াকে সোমবার বারাসত আদালতে তোলা হয়