১১ মে, ২০২৪

CGO: শ্লীলতাহানির অভিযোগে সিজিও কমপ্লেক্স থেকে গ্রেফতার এক কর্মী
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-20 16:16:35   Share:   

শ্লীলতাহানির অভিযোগে সিজিও (Cgo Complex) কমপ্লেক্স থেকে গ্রেফতার (Arrest) সিজিও কমপ্লেক্সের এক অস্থায়ী কর্মী। ওই কর্মীকে গ্রেফতার করে উত্তর বিধাননগর থানার (North Bidhannagar Police) পুলিস। কলকাতায় কেন্দ্রীয় সরকারের মূল দফতর হিসেবে পরিচিত এই সিজিও কমপ্লেক্স। সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। 

পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মধুসূদন মণ্ডল। মগরাহাটের বাসিন্দা তিনি। বর্তমানে তিনি সিজিও কমপ্লেক্সের অস্থায়ী পদে কর্মরত ছিলেন। পুলিস জানিয়েছে, পুরনো একটি শ্লীলতাহানির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিস আরও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন সিজিও কমপ্লেক্সেরই একজন মহিলা কর্মী। ওই মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি এ ঘটনার তদন্ত করে দেখছে বলে জানিয়েছে পুলিস।


Follow us on :