২৭ এপ্রিল, ২০২৪

Airport: বেঙ্গালুরুগামী বিমানের যাত্রীর লাগেজে গুলি! এক্স-রে মেশিন দেখে তাজ্জব সিআইএসএফ
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-04 17:11:45   Share:   

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) হ্যান্ড ব্যাগেজের মধ্যে ৪ রাউন্ড গুলি-সহ ধৃত এক। কলকাতা বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় সিআইএসএফ-র (CISF) কাছে ধরা পড়ে ওই ব্যক্তি। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজ দাখিল করতে না পারায় পরবর্তীতে ওই ব্যক্তিকে এনএসসিবিআই থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ গালিব। বিহার থেকে থেকে মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল ধৃত গালিব। শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছয় তাঁরা।  

বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসেছিল ধৃত। বিমানবন্দরের এক্স-রে মেশিনে লাগেজ চেকিংয়ের সময় কর্তব্যরত সিআইএসএফ জওয়ান হ্যান্ডব্যাগের মধ্যে ৭.৫৬ ক্যালিবারের কার্তুজ দেখতে পায়। এরপরেই সিআইএসএফ-র পক্ষ থেকে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজ দাখিল করতে না পারায় পরবর্তীতে তাদেরকে এনএসসিবিআই থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। 

পুলিসের জিজ্ঞাসাবাদেও সঠিক উত্তর দিতে না পারায় মহম্মদ গালিবকে গ্রেফতার করে পুলিস। 


Follow us on :