১১ মে, ২০২৪

Dengue: উৎসবের মরশুমেও ডেঙ্গির থাবা, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক মাঝবয়স্ক ব্যক্তির
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-14 11:29:17   Share:   

উৎসবের মরশুমেও ডেঙ্গির বাড়বাড়ন্ত। ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল মাঝবয়স্ক এক ব্যক্তির। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে ওই ব্যক্তি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতেই তাঁর মৃত্যু হয় বলে খবর। তাঁর মৃত্যুর রিপোর্টে ডেঙ্গির উল্লেখ আছে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা মৃত ওই ব্যক্তির নাম ভরত দাস(৫৪)। গত কয়েকদিন ধরেই সে জ্বরে ভুগছিলেন, চলতি মাসের ১২ তারিখ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গতকাল অর্থাৎ সোমবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে ওই ব্যক্তি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার হঠাৎ ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত ৯:০৫ নাগাদ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মধ্যবয়স্ক ব্যক্তির। বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭২ জনের। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ রিপোর্ট সূত্রে খবর, ৭ ই নভেম্বর পর্যন্ত এই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের দোরগোড়ায়। ডেঙ্গি আক্রান্ত ৮৭৫০৫ জন, যা গত বছর ছিল ৬৭ হাজার ২৭৩ জন। বিগত পাঁচ বছরে মধ্যে যা ২০২৩এ রেকর্ড করলো ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এছাড়া স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম সাত দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ৫৫০৩ জন।


Follow us on :