১৪ মে, ২০২৪

Fire: বাঁশদ্রোণীর কাঠের গুদামে ভয়াবহ আগুন, পাশে জনবসতি থাকায় আতঙ্ক
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-11 12:27:29   Share:   

মঙ্গলবার সকালে বাঁশদ্রোণীতে (Bansdroni) একটি কাঠের গুদামে (Factory) আগুন (Fire) লাগার ঘটনা। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর কাজ করছে। সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী বটতলা বাজারে সকাল ১১টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগতে দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রে খবর, আগুন ছড়িয়েছে স্থানীয় এলাকাতেও। 

বাঁশদ্রোণীর বটতলা বাজারে একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ছুটে আসে দমকল। কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখবে দমকল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভিয়ে ফেলা যায়নি। গুদামের আশপাশেই রয়েছে একাধিক বস্তি। গুদামের আগুন যাতে বস্তিতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।


Follow us on :