১৪ মে, ২০২৪

Electricity: প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ, স্থানীয়দের উদ্যোগে অভিযোগ দায়ের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-24 16:01:11   Share:   

বিদ্যুৎ চুরির (Electricity theft) অভিযোগ। অভিযোগ উঠেছে কলকাতা কর্পোরেশনের তৃণমূল (TMC) কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। প্রাক্তন কাউন্সিলরকে মারধরও করে বিক্ষোভকারীরা। মেটিয়াবুরুজে (Metiabruz) কলকাতা কর্পোরেশনের ১৩৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। খবর পেয়ে মেটিয়াবুরুজ থানা এবং রাজাবাগান থানার পুলিস (Police) ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকায় উত্তেজনার ফলে পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে। 

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রহমত আলম আনসারী তাঁর বাড়ির সামনে ও নিজের পার্টি অফিসের পিছনে সিইএসসির বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ চুরি করে বেশ কয়েকটি ফিউসের মাধ্যমে টাকার বিনিময়ে এলাকার মানুষদেরকে বিদ্যুৎ বিক্রি করতেন। এমনকি ওই বিদ্যুত্ চুরি করে নিজের বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম-সহ তাঁর কারখানার বেশ কিছু মেশিনও চালাতেন। বিক্ষোভকারীদের দাবি, সোমবার এক ব্যক্তি প্রাক্তন কাউন্সিলরের সেই মিটার ঘরটি দেখতে পেয়ে ১৩৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কংগ্রেসের কাউন্সিলর ওয়াসিম আনসারীকে খবর দেন। খবর পেয়ে ওয়াসিম আনসারী লোকজন নিয়ে ওখানে যান ও দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে বেশ কয়েকটি ফিউজ করা রয়েছে এবং ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ লাইন আসছে এই ফিউজে। আর সেই ফিউজ থেকেই রহমত আলম আনসারীর বাড়িতে বিদ্যুৎ লাইন গিয়েছে। 

অভিযোগ, বর্তমান কাউন্সিলর ঘটনাস্থলে যখন যায় সেই সময়ই তাঁর উপরে রহমত আনসারী চড়াও হয়। তবে সিইএসসি থেকে লোক এসে ওই ফিউস থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রহমত আলম আনসারী বেশ কয়েক বছর ধরেই এরকম ভাবে বিদ্যুৎ চুরির কাজ করে চলেছে। তাঁদের দাবি, এই অপরাধে রহমত আলম আনসারী দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। 

ইতিমধ্যে বর্তমান কাউন্সিলর ওয়াসিম আনসারীর তরফ থেকে বিদ্যুৎ চুরি করার জন্য মেটিয়াবুরুজ থানাতে একটি অভিযোগ করা হয়েছে রহমত আলম আনসারির বিরুদ্ধে। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর রহমতে আলম আনসারীর বক্তব্য, তিনি কোনওরকম বিদ্যুৎ চুরি করেননি। এমনকি কে বা কারা এই কাজ করেছে তিনি তাও জানেন না।


Follow us on :