ব্রেকিং নিউজ
A-Bank-Officer-commits-suicide-during-video-cfall-with-wife-
Garfa: স্ত্রীর সঙ্গে ভিডিও কল চলাকালীন আত্মহত্যা ব্যাঙ্ককর্তার! ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার দেহ

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-30 13:44:38


গরফার আবাসন থেকে উদ্ধার এক বেসরকারি ব্যাঙ্ক কর্তার ঝুলন্ত দেহ (Hanging Body)। গভীর রাতে স্ত্রীয়ের সঙ্গে ভিডিও কল চলাকালীন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন প্রসূন বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যাঙ্ককর্তা (Bank oFficer Suicide)। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্বাচল মেইন রোডের আবাসনের দরজা ভেঙে সোমবার ভোরে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিস (Kolkata Police)। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে প্রসূনবাবুকে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়েছে। প্রসূনবাবুর দেহের পাশ থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কে জেরে এই পথ বেছেছেন প্রসূনবাবু। এই দম্পতির দুই সন্তান রয়েছে, তারা মায়ের সঙ্গে আহমেদাবাদে থাকে। সে শহরেই আগে এক বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদস্থ পদে কর্মরত ছিলেন প্রসূনবাবু। সম্প্রতি একই ব্যাঙ্কের শেক্সপিয়র সরনির শাখায় যোগ দিয়েছিলেন। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। মামলা রুজু করে এই আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে গরফা থানার পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন