১৪ মে, ২০২৪

Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-05 18:49:00   Share:   

আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সন্ধেবেলায় নেতাজি ইন্ডোরে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া হল রাজ্য সঙ্গীত। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এবার উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন বলিউড তারকা সলমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা করলেন সলমন খান। আজ, অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসেন সলমন খান। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে নামতেই মিলল উষ্ণ অভ্যর্থনা। অনুষ্ঠানের উদ্বোধনে গাওয়া হল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’। সকলে উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একত্রে গলা মেলালেন এই গানে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাওয়া হবে, সেকথা সোমবারই মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে এদিন বলেন, 'বাংলার মানুষ সিনেমা ভালোবাসে। সিনেমার কদর করতে জানে। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী। বাংলা কাউকে ভয় পায়না, দেশকে ভালোবাসি।'


Follow us on :