১১ মে, ২০২৪

Morocco: মৃত্য়ুপুরী মরক্কো! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল কমপক্ষে ৮২০, সাহায্য করার আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-09 15:16:00   Share:   

রাতারাতি মৃত্যুপুরীতে পরিণত হল মরক্কো (Morocco)! মৃতের সংখ্যা লাফিয়ে বেড়েই চলেছে। সূত্রের খবর, মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল কমপক্ষে ৮২০ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে মরক্কো। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮।

সূত্রের খবর, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১১ মিনিট নাগাদ বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। এর ১৯ মিনিট পর আফ্টারশক অর্থাৎ কম্পনের হালকা ঝটকা অনুভব করেন স্থানীয়রা। আর এর পরই তাসের ঘরের মতো ভেঙে একের পর এক বাড়ি। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বাড়ি-ঘর ছাড়া বহু মানুষ। আহত হয়েছেন প্রায় ২ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

অন্যদিকে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে মরক্কোর বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০ সম্মেলন শুরুর পরেও তিনি মরক্কোর প্রসঙ্গ এনেছেন ও মরক্কোকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।


Follow us on :