১১ মে, ২০২৪

Rizwan: মুম্বই-এ বিক্রি করতেন বই আর দুধ, এখন আরবের অন্যতম ধনী ব্যক্তি, জানুন কাহিনী
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-16 17:06:16   Share:   

সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম ধনী ব্যক্তি (Bilionaries) রিজওয়ান সাজন। দানিয়ুব গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন রিজওয়ান সাজন (Rizwan Sajan)। সংযুক্ত আরব (Arab) আমিরশাহিতে যত ভারতীয় থাকেন, তাঁদের মধ্যে অন্যতম ধনী হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। জানা গিয়েছে, বর্তমানে রিজওয়ানের সম্পত্তির পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। আরব তথা সমগ্র পশ্চিম এশিয়ায় যথেষ্ট প্রভাবশালী তিনি। ১৯৯৩ সালে রিজওয়ানের হাত ধরেই দানিয়ুব গোষ্ঠীর পথ চলা শুরু। রিয়েল এস্টেট কোম্পানি থেকে বহুতল নির্মাণের ব্যবসা— সব ক্ষেত্রেই হাত পাকিয়েছে এই গোষ্ঠী। বিশ্বের নানা প্রান্তে দানিয়ুব গোষ্ঠীর কর্মকাণ্ড বিস্তৃত। তাঁদের সংস্থার অফিসও রয়েছে অন্তত ৫০টি শহরে। ২০১৯ সালের হিসাবে এই গোষ্ঠীর বার্ষিক আয় প্রায় ১৩০ কোটি ডলার। ২০১২ সালে দানিয়ুব ওয়েলফেয়ার সোসাইটি চালু করেন রিজওয়ান। এই সংস্থা তরুণ-তরুণীদের বিনামূল্যে ভাষা শিক্ষা এবং কেরিয়ার গঠনে সাহায্য করে থাকে। তবে মাত্র ১২ বছর বয়সে বাবাকে হারান রিজওয়ান। ভাই বোনদের থেকে বড়ো হওয়ায় সংসার চালানোর ভারও তাঁকেই নিতে হয়েছিল।    

১৯৬৩ সালে মুম্বইয়ে জন্ম রিজওয়ানের। বাবাকে হারানোর পর তাঁর ছোটবেলার দিনগুলি ছিল ভীষণ কঠিন। কখনও রাস্তায় রাস্তায় ফেরি বিক্রি করা আবার কখনও বাড়ি বাড়ি দুধ বিক্রি করে সংসার চালাতেন তিনি। আবার একটি ছোট গাড়িতে মুম্বইয়ের রাস্তায় কিছু দিন বই নিয়েও ঘুরতেন রিজওয়ান। মাঝে মাঝে বই সঙ্গে থাকত বাজি, দোলের রং সহ নানান টুকিটাকি জিনিসও। বই আর দুধ বিক্রি করতে করতে ১৮-তে পা দেন রিজওয়ান। ১৯৮১ সালে কাকার কথায় সুদূর কুয়েতে পাড়ি দেন তিনি। সেখানেই মাসিক ১৮ হাজার টাকায় শুরু হয় নতুন লড়াই। কুয়েতে ৮ বছর বেশ চলছিল তাঁর। তবে ১৯৯০ সালে সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করলে আবার বদলে যায় রিজওয়ানের জীবন। আবার ফিরে আসতে হয় মুম্বাইয়ে। তবে কাজের খোঁজে বিমানে চড়ে রওনা দেন দুবাই। সেখানেই দালাল হিসাবে প্রাথমিক ভাবে রোজগার শুরু করেন তিনি। তারপরেই আস্তে আস্তে এই সাফল্য অর্জন করেন তিনি। 

 রিজওয়ানের নিজস্ব অফিসে তাঁর প্রথম কর্মচারী ছিলেন এক মহিলা। ওই মহিলার নাম সমীরা সাজন, বর্তমানে তিনিই রিজওয়ানের স্ত্রী। 


Follow us on :