২৭ এপ্রিল, ২০২৪

USA: ভারত-চিন না থামালে হয়তো রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করতো: মার্কিন বিদেশ সচিব
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-26 11:46:46   Share:   

সদ্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Russia-Ukraine War) বর্ষপূর্তি হয়েছে। গত সপ্তাহে কিভে গিয়ে পাশে থাকার বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনের সঙ্গে করা বিশেষ পরমাণু চুক্তি খারিজ করেছেন পুতিন। এবার পরমাণু হামলার আশঙ্কা প্রকাশ আমেরিকার।

মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বললেন, ‘ভারত এবং চিন বাধা না দিলে এত দিনে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র প্রয়োগ করতেন।’

মার্চেই জি-২০ এবং এসওসি বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন ব্লিঙ্কেন। তার আগে এক সংবাদমাধ্যমে দেওয়া তার এই সাক্ষাৎকার।  কূটনৈতিক মহলের একাংশের মত, মস্কোর উপর নয়াদিল্লি এবং বেজিংয়ের ‘প্রভাবের’ রয়েছে। পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে এই দুই দেশের উপর আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার নির্ভর করছে। ঘুরিয়ে সে কথা স্বীকার করে নিলেন মার্কিন বিদেশ সচিব।


Follow us on :