০৯ মে, ২০২৪

Earthquake: বিপর্যয়ের চার দিন, তুরস্কে শুধু কান্না-হাহাকার! ঘোষণা ৭ দিনের এমার্জেন্সি
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-09 13:16:04   Share:   

৭.৮, ৭.৬, ৬, পরপর তিন-তিনটে ভূমিকম্পে সোমবার কেঁপে উঠেছিল তুর্কি (Turkey Earthquake)। আর তাতেই কার্যত ধ্বংস হয়ে গেল তুর্কির একাধিক শহর। ক্ষতিগ্রস্ত সিরিয়াও (Syria)। মঙ্গলবারও দু'বার কেঁপে ওঠে তুর্কি-সিরিয়া সীমান্ত। সরকারি হিসেব অনুযায়ী, তুর্কি এবং সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর আহতের সংখ্যা জানা গিয়েছে ৭০ হাজার ছুঁইছুঁই।

তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল। রাস্তায় সারিবদ্ধ লাশ। তিন মাসের জন্য এমারজেন্সি ঘোষণা করা হয়েছে তুর্কিতে। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলিতে ৫৪ হাজার তাবুর বন্দোবস্ত করা হয়েছে। ১ লাখ ২ হাজার শয্যার আয়োজন করা হয়েছে। পাঁচ হাজার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য উদ্ধারকাজ চালাচ্ছে।

চারিপাশে হাহাকার, কান্নার রোল। বাঁচার জন্য কাতর আর্তি। অসংখ্য ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে শত শত মানুষের লাশ। আবার কেউ কেউ বাঁচার জন্য কাতরাচ্ছেন। এদিকে বিপর্যস্ত দেশের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ভারতের দু’টি উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছে গিয়েছে।


Follow us on :