১৩ মে, ২০২৪

Bangladesh: বাংলাদেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, মৃত কমপক্ষে ১০৬
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-18 17:21:38   Share:   

বাংলাদেশে (Bangladesh) বেড়ে চলেছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। গত দুই মাস ধরে ডেঙ্গির প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০ হাজার রোগী ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। শেখ হাসিনা সরকার ডেঙ্গি নিধনে বিভিন্ন চেষ্টা করে চলেছে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

সূত্রের খবর, কেবল জুলাই মাসেই হাসপাতালে ভরতি হয়েছেন ১২ হাজার ৯০০ জন। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখনও পর্যন্ত দেশের হাসপাতালগুলিতে মোট ২০ হাজর ৮৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন। সবমিলিয়ে মোট মৃতের সংখ্যা ১০৬।

দিন যত যাচ্ছে, তত যেন মহামারীর আকার নিচ্ছে ডেঙ্গি সংক্রমণ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মনে করে, দেশে এখন ডেঙ্গির ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ চলছে। এটি জাতীয় উদ্বেগের বিষয়। যদিও বাংলাদেশের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, এখনও জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। তবে ডেঙ্গি উদ্বেগজনক পর্যায়ে চলে গেলে তা জারি করা হতে পারে।


Follow us on :