১৩ মে, ২০২৪

Taliban: একুশের কাবুল আত্মঘাতী বিস্ফোরণের চক্রীকে নিকেশ তালিবানের, বিবৃতি আমেরিকার
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-26 17:15:56   Share:   

২০২১ সালে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার ‘মাস্টারমাইন্ড’কে খুন করেছে তালিবান (Taliban)। এমনই দাবি আমেরিকার আধিকারিকদের। ২০২১-এর ২৬ অগস্ট ওই বিস্ফোরণের (Blast) ঘটনায় মৃত্যু হয় ১৩ জন আমেরিকার সেনাকর্মী এবং ১৭০ জন সাধারণের। আমেরিকার দাবি, সেই বিস্ফোরণের মূলচক্রীকেই শেষ করেছে তালিবান। তবে কীভাবে তাকে হত্যা করা হল তা এখনও জানায়নি আমেরিকা। এমনকি জানা যায়নি মৃতের নামও।

এই ঘটনায় হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি একটি বিবৃতিতে বলেছেন, ‘‘নিহত এক জন আইসিস-এর সদস্য এবং অ্যাবে গেটের মতো একাধিক ঘটনার মূলচক্রীদের অন্যতম ছিল। কিন্তু আর নতুন কোনও ছক কষা তাঁর পক্ষে সম্ভব হবে না।’’ 

২০২১-এর ১৫ অগস্ট তালিবান আনুষ্ঠানিক ভাবে কাবুল পুনর্দখল করে। আফগানিস্তানে দ্বিতীয় বার তালিবানি শাসন কায়েম হওয়ার পরেই সে দেশ থেকে যেতে শুরু করে আমেরিকা। পরে বিমানটি কাবুল বিমানবন্দর থেকে ছাড়ে ২০২১-এর অগস্টের শেষে। সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর এই বিস্ফোরণের ঘটনা। তবে এবার তালিবানের হাতে চলে এলেন কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের মূলচক্রী।


Follow us on :