২৬ এপ্রিল, ২০২৪

Taliban: শরীর দেখা যায়, আফগান মহিলাদের জন্য এমন খেলা নিষিদ্ধ করল তালিবান
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-11 18:43:23   Share:   

আফগানিস্তানের ফের ফিরেছে তালিবানরাজ (Taliban Government)। প্রাথমিক ভাবে কিছুটা ছাড় দেওয়া হলে সময় যত গড়িয়েছে আফগান মহিলাদের (Afghan Woman) উপর তত বেড়েছে নিষেধাজ্ঞা। মহিলাদের খেলাধুলোয় অংশগ্রহণ থেকে পঠনপাঠন। নানাক্ষেত্রে এসেছে তালিবানি রক্তচক্ষু। ২০২২-এ আফগানিস্তানের সংস্কৃতিমন্ত্রী আহমেদুল্লা ওয়াশিক স্পষ্ট ভাষায় বলেছেন, 'যেকোনও খেলা (Sports), যাতে শরীর দেখা যায় তা মহিলাদের জন্য নিষিদ্ধ।' তবে কঠোর এই বিধিনিষেধের ফাঁক গলেও গোপন অনুশীলন জারি রাখেন আফগান জাতীয় দলের অনেক মহিলা ক্রীড়াবিদ।

কিন্তু সম্প্রতি তাঁরা অনেকেই ফোনে হুমকি পাচ্ছেন। অনেক মহিলা ক্রীড়াবিদের আশঙ্কা, তাঁরা তালিবান নিপীড়নের শিকার হতে পারেন। মহিলাদের হাত-পা এভাবে বেঁধে দেওয়ার উদ্দেশে তালিবানের যুক্তি, মহিলাদের জন্য খেলা জরুরি ব্যাপার নয়। কারণ খেলতে গিয়ে অনেক সময়ই তাদের শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যায়, ইসলামে যা বারণ।

কয়েক মাস আগে আফগানিস্তান সরকার মেয়েদের বিশ্ববিদ্যালয় যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করে। বেসরকারি সংস্থায় মহিলাদের কাজ করা, পার্ক এবং জিমে প্রবেশের ক্ষেত্রে রয়েছে একাধিক বিধিনিষেধ।


Follow us on :