১৪ মে, ২০২৪

Singapore: গাঁজা পাচারের জের! এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের ঘোষণা সিঙ্গাপুর প্রশাসনের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-26 16:24:21   Share:   

এক ব্যক্তিকে গাঁজা পাচারের অভিযোগে ফাঁসি (Hanging) দিল সিঙ্গাপুর (Singapore) প্রশাসন। বুধবারই ফাঁসির সাজা কার্যকর হয়েছে। যদিও এই ফাঁসির সাজা স্থগিত করার আবেদন এসেছিল সারা বিশ্ব থেকে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ‘ক্ষমাপ্রার্থনা’র আবেদন করেছিল সিঙ্গাপুর প্রশাসনের কাছে। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনও ফাঁসির বিরোধিতা করেছিলেন। তবে এই সমস্ত আপত্তি উড়িয়ে বুধবারই তা কার্যকর হয়। 

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ছিল তাঙ্গারাজু সুপ্পিয়া (৪৬)। তাঁকে ২০১৭ সালে ১,০১৭.৯ গ্রাম গাঁজা (weed) পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত। সিঙ্গাপুরে গাঁজা বা অন্যান্য মাদক দ্রব্য নিয়ে ধরা পড়লে মৃত্যুদণ্ডের সংস্থান এখনও বহাল রয়েছে। আর সেই সংস্থান অনুযায়ী ২০১৮ সালে সিঙ্গাপুরের আদালতে গাঁজা পাচারের দোষে তাঙ্গারাজু সুপ্পিয়াকে মৃত্যুদন্ড দেওয়ার ঘোষণা করা হয়। তবে এই সাজা শুনে উচ্চতর আদালতে আবেদন করেন তাঙ্গারাজু। কিন্তু তাঁর আবেদন খারিজ করে মৃত্যুদন্ডই বহাল রাখে আদালত।


Follow us on :