১০ মে, ২০২৪

Russia: রাশিয়ার শহরেই বোমাবর্ষণ রুশ যুদ্ধবিমানের! মস্কো বলছে, 'ভুল হয়ে গিয়েছে'
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-23 11:43:50   Share:   

২০২২ সালের রাশিয়া ও ইউক্রেন (Ukraine) যুদ্ধ এখনও চলছে। তারপর থেকে একাধিক বার গোলাবর্ষণে কেঁপেছে রাশিয়ার (Russia) সীমান্তবর্তী শহর বেলগোরোদ। যতবার গোলাবর্ষণ হয়েছে, ততবার আঙুল উঠেছে ইউক্রেনের দিকে। তবে এবার বেলগোরোদ কাঁপল রুশ বোমার আঘাতে। 

পূর্বের ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে এই বেলগোরোদ। জানা গিয়েছে, এর আগে বেশ কয়েকবার বোমাবর্ষণের অভিজ্ঞতা রয়েছে তাঁদের। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার যে বোমাবর্ষণ হয়েছে, তা আগের চেয়ে অনেক শক্তিশালী। এই নিয়ে চাপানউতোর তৈরি হতেই রুশ সেনা জানিয়ে দেয়, তাদের এসইউ-৩৪ যুদ্ধবিমানটি বেলগোরোদ শহরের উপর দিয়ে যাওয়ার সময় একটি বোমা তখন কোনোভাবে ভুলবশত পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। 

এই বোমা বিস্ফোরণের প্রেক্ষিতে শহরের গভর্নর ভিয়াচ্যালেসলভ গ্যাডকভ জানান, 'যে এলাকায় বোমাটি পড়েছে, তার আশপাশের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোনও বাড়িরও বিশেষ ক্ষতি হয়নি।'



Follow us on :