১২ মে, ২০২৪

Luna 25: ইসরোর ল্যান্ডার 'বিক্রম' অবতরণের আগেই চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে রাশিয়ার লুনা ২৫!
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-08 17:20:04   Share:   

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পর এবারে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার পাঠাতে প্রস্তুত রাশিয়া (Russia)। ইসরো সূত্রে খবর, আজ পর্যন্ত চাঁদের মাটিতে সফলভাবে নামতে পেরেছে তিনটি দেশ রাশিয়া, চিন ও আমেরিকা। তবে এর একটিও এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানকে অবতরণ করাতে পারেনি। তবে এই ইতিহাস গড়ার পথে রয়েছে ভারত। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, সব ঠিক থাকলে ২৩ অগাস্ট বিকেলের দিকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার 'বিক্রম'। কিন্তু এবারে এই দৌড়ে অংশগ্রহণ করতে চলেছে রাশিয়াও। জানা গিয়েছে, ১১ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে রাশিয়ার থেকে পাঠানো হচ্ছে লুনা ২৫ (Luna 25) মহাকাশযান।

সূত্রের খবর, চলতি মাসের ১১ তারিখ রাশিয়ার ভসটোসনি কসমোড্রোম থেকে সোয়ুজ রকেটের মাধ্যমে লুনা ২৫ ল্যান্ডারকে চাঁদের উদ্দেশে পাঠানো হবে। প্রায় ৫০ বছর পর রাশিয়া ফের চাঁদে মহাকাশযান পাঠাতে চলেছে। জানা গিয়েছে, এটির চাঁদের দেশে পৌঁছতে সময় লাগবে মাত্র পাঁচদিন। এরপর ৪-৫ দিন চাঁদকে প্রদক্ষিণ করার পর চঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি ইসরোর ল্যান্ডার বিক্রম-এর আগেই রাশিয়ার লুনা ২৫ দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে? তবে কি দক্ষিণ মেরুতে প্রথমবার পৌঁছনোর ইতিহাসটা রাশিয়াই গড়তে চলেছে, এই নিয়েই এখন সংশয় সাধারণ মানুষের। তবে এই বিষয়ে এখনও বিশদে কিছু জানাননি ইসরোর বিজ্ঞানীরা।


Follow us on :