১২ মে, ২০২৪

Luna 25: চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর প্রতিযোগিতায় রাশিয়াও, উৎক্ষেপণ করা হল 'লুনা ২৫'
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-11 13:18:06   Share:   

বাকি আর হাতেগোনা দিন, ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে ইসরোর মহাকাশযান চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান কোনও দেশই পাঠায়নি। এবারে ভারত সেটাই করতে চলেছে। ফলে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) সফল হলে এক ইতিহাস তৈরি করবে ভারত। কিন্তু এই প্রতিযোগিতায় এবারে নাম নামল রাশিয়াও (Russia)। আজ অর্থাৎ শুক্রবার ভোরে রাশিয়া থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দিল লুনা ২৫ (Luna 25)।

সূত্রের খবর, ভারতীয় সময়ে শুক্রবার ভোর ৪টে ৪০ মিনিটে সয়ুজ ২.১বি রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। জানা গিয়েছে, উৎক্ষেপণের খুব কম সময়ের মধ্যেই রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে লুনা ২৫ ল্যান্ডার চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে। রাশিয়া প্রায় ৪৭ বছর পর চাঁদের উদ্দেশে কোনও মহাকাশাযান পাঠিয়েছে। ফলে রাশিয়াও ইতিহাস গড়ে তোলার প্রতিযোগিতায় সামিল হয়েছে। সূত্রের খবর, লুনা ২৫ ১৬ অগাস্টের মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। এরপর ৫-৬ দিন কক্ষপথে ঘোরার পর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। ২১-২২ অগাস্টের মধ্য়ে লুনা ২৫ ল্যান্ডিং করতে পারে বলে খবর।

অন্যদিকে চন্দ্রযান ৩ ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে চলেছে। ফলে দক্ষিণ মেরুতে অবতরণ করার ক্ষেত্রে কোন দেশ এগিয়ে থাকবে, তারই অপেক্ষায় বিশ্ববাসী। রাশিয়ার মহাকাশ সংস্থা 'রসকমস'-কে সফল উৎক্ষেপণের জন্য শুভেচ্ছাও জানিয়েছে ইসরো।


Follow us on :