২৬ এপ্রিল, ২০২৪

Pakistan: ভাঁড়ে মা ভবানী! বিনা বেতনে কাজ করবেন পাক প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-16 13:55:35   Share:   

দেশের হাল ভাঁড়ে মা ভবানী। আর্থিক দেনার দায়ে ধুঁকছে পাকিস্তান(Pakistan)।  চরম অর্থসংকট থেকে বেরিয়ে আসার ক্ষমতা পাকিস্তানের আছে কিনা তাই নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন। বিশেষজ্ঞদের মত, চিন বা সৌদি আরব যদি পাকিস্তানকে দ্রুত সাহায্য না করে তাহলে দেশটি বড় বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শেষের পথে। আবার ঋণ দিতে চাইছে না আইএমএফ-সহ (IMF) বিভিন্ন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার সংস্থা। এই পরিস্থিতিতে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মন্ত্রীরা।

অন্যদিকে, শাহবাজ শরিফ সরকার সরকারি কর্মীদের বেতনের উপর বসিয়েছে কোপ। এরপরই বিরোধীরা প্রশ্ন তোলেন মন্ত্রী এবং পার্লামেন্ট সদস্যদের বেতন ও ভাতায় কেন কাটছাঁট হচ্ছে না। তখনই নড়েচড়ে বসে সরকার। সম্প্রতি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক জিও-পলিটিক (Geo-politic) তার এক রিপোর্টে দাবি করে যে, ১৯৪৭ সালে দেশ গঠনের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের শুরু পাকিস্তানে। জিও-পলিটিক জানিয়েছে, পাকিস্তান এখন পর্যন্ত আইএমএফ থেকে ১৪টি ঋণ নিয়েছে, তবে তার একটিও এখন পরিশোধ করেনি।


Follow us on :