২৭ এপ্রিল, ২০২৪

Pakistan: 'ভারতের সঙ্গে যুদ্ধ শিক্ষা দিয়েছে', তাই এবার পড়শির সঙ্গে শান্তি চান পাক প্রধানমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-17 19:57:14   Share:   

ভারতের সঙ্গে আর যুদ্ধ চায় না পাকিস্তান (Indo-Pak Relation)! রীতিমতো শান্তি প্রস্তাব (Peace Talk) পাঠিয়ে এহেন ঘোষণা করেছেন পড়শি দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। পাক প্রধানমন্ত্রীর প্রস্তাব, 'তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলতে চান।' কাশ্মীর প্রসঙ্গে 

বহু বার দ্বন্দ্বে জড়িয়েছে দু'দেশ। বেঁধেছে একাধিক যুদ্ধ। সেই সব যুদ্ধে প্রাণ গিয়েছে দু’দেশেরই সেনা জওয়ানদের। শাহবাজ সেই সব যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন, 'ভারতের সঙ্গে যুদ্ধ করে আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। ৩টি যুদ্ধের জেরে প্রায় দেউলিয়া হয়ে যেতে বসেছে পাকিস্তান। তাই আর যুদ্ধ নয়, এ বার পাকিস্তান শান্তি চায়।'

দুবাইয়ের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাশ্মীর সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চান। যাতে এই সমস্যার একটি স্থায়ী সমাধান হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরে গুরুতর আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে খাদ্যসঙ্কট।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবী, আর্থিক ভাবে ধুঁকছে পাকিস্তান। তাই হঠাৎ এই বোধোদয় এবং চেয়ার বাঁচানোর কৌশল। যদিও শাহবাজ জানান, 'ভারতের সঙ্গে যে তিনটে যুদ্ধ হয়েছে, তাতে পাকিস্তান আরও দীন হয়েছে। প্রতিটি যুদ্ধের পরবর্তী কালে দারিদ্রের সঙ্গে বেড়েছে বেকারত্ব। আমরা এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছি। ঠেকে শিখেছিই বলা চলে।'


Follow us on :