১০ মে, ২০২৪

Modi: প্রবাসী ভারতীয়দের সভাকে 'মিনি ইন্ডিয়া' বলে সম্বোধন মোদীর, মার্কিন সফর শেষে আর কী বললেন প্রধানমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-24 14:09:09   Share:   

তিনদিনের মার্কিন (US) সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজই তাঁর সফরের শেষদিন। প্রধানমন্ত্রী মোদী মার্কিন মুলুকে পা রাখতেই শুরু হয়েছিল তাঁর প্রশংসা। আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে অংশ নেওয়ার জন্যই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাইডেন সরকারের (Joe Biden) তরফে। নরেন্দ্র মোদীও যৌথ অধিবেশন গিয়ে ভাষণ দিয়েছেন। আর তাঁর ভাষণে উঠে এসেছে আমেরিকা-ভারতের সম্পর্কের কথা। এরপর শেষ কর্মসূচীতে ওয়াশিংটনের রোনাল্ড রিগান সেন্টারে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। তাঁদের উদ্দেশে তিনি বলেন, 'এখন মেন ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড তৈরি হবে।' মার্কিন সফর শেষ করে তিনি এখন ইজিপ্টের উদ্দেশে রওনা দিয়েছেন। 

মার্কিন কংগ্রেসের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীর কথাতে উঠে এসেছে সন্ত্রাসবাদ থেকে শুরু করে গণতন্ত্র, অর্থনীতি, পরিবেশ। তবে তাঁকে বেশি বলতে দেখা গিয়েছে ভারত-আমেরিকার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও বেশি শক্তিশালী করার পক্ষে জোর দিয়েছেন তিনি। আবার ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'আপনারা এখানে ভারতের মানচিত্র তৈরি করেছেন। মনে হচ্ছে মিনি ইন্ডিয়া ফুটে উঠেছে। আমেরিকায় এক ভারত, শ্রেষ্ঠ ভারত-এর এত সুন্দর ছবি দেখানোর জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই।'

তবে যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়া ছাড়াও সফরের প্রথমেই তিনি বিশ্বের কিছু শিল্পপতিদের সঙ্গে দেখা করেছেন। গুগল এবং অ্যাপলের মতো সংস্থা ভারতে বড় বিনিয়োগ করবে বলেও তিনি জানান। এরপর প্রধানমন্ত্রী মোদী দেশ ছাড়ার আগে টুইট করে বলেন, 'বিশেষ আমেরিকা সফরের সমাপ্তি হল। এই সফরে আমি ভারত-আমেরিকার বন্ধুত্বকে গতিশীল করার লক্ষ্যে অসংখ্য কর্মসূচিতে অংশ নিতে পেরেছি৷ বিভিন্ন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে৷ বিশ্বের আগামী প্রজন্মকে উন্নত ভবিষ্যৎ দেওয়ার জন্যও দুই দেশ একসঙ্গে কাজ করবে।'


Follow us on :