১২ মে, ২০২৪

Ambani: বিশ্ব ধনীদের ক্রমতালিকায় ৯ নম্বরে আম্বানি, অনেক পিছনে আদানি!
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-05 20:25:03   Share:   

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) মুকুটে নয়া পালক! এশিয়ার ধনীতমদের তালিকায় ফের সেরার সেরা হয়ে উঠলেন মুকেশ আম্বানি। এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। সম্প্রতি ফোর্বস, অ্যানুয়াল ওয়ার্ল্ড বিলিওনারিস-এর ৩৭তম লিস্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বিশ্বের সমস্ত ধনকুবেরদের মধ্যে নবম স্থানে মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৩.৪ বিলিয়ন ডলার।

এবারে ফোর্বস বিশ্বের ধনীতম ব্যক্তিদের যে তালিকা প্রকাশ্যে এনেছে, তাতে বড় পরিবর্তন দেখা গিয়েছে। কারণ এই তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, মুকেশ আম্বানি নতুন রেকর্ড গড়েছেন। শেয়ার বাজার-কাণ্ডে জড়িয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন গৌতম আদানি। অন্যদিকে আম্বানি ছাপিয়ে গিয়েছেন মাইক্রোসফটের স্টিভ বলমার, গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, ফেসবুকের মার্ক জুকারবার্গ, ডেল টেকনোলজিসের মাইকেল ডেলকে।

ফোর্বসের তথ্য অনুসারে, বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নাড আর্নল্ট, দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক ও তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। গত বছর বিশ্বের ধনীতম ব্যক্তির ক্রমতালিকায় দশম স্থানে ছিলেন আম্বানি। তবে এবার এগিয়ে এসেছেন মুকেশ আম্বানি। অন্যদিকে আদানি চলে গিয়েছেন সাতাশ নম্বরে।

অন্যদিকে দেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে আম্বানি ও দ্বিতীয় স্থানে আদানি। আদানির মোট সম্পত্তির পরিমাণ ৪৭.২ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল-র কর্ণধার শিব নাদার। এইচসিএল-র কর্ণধার বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ৫৫ নম্বর স্থানে রয়েছেন।


Follow us on :