২৭ এপ্রিল, ২০২৪

Korea: যুদ্ধংদেহী দুই কোরিয়া? উত্তরের ক্ষেপণাস্ত্রের জবাব মিসাইল ছুঁড়েই দিল দক্ষিণ
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-02 17:23:32   Share:   

বদলা নিল দক্ষিণ কোরিয়া (South Korea)? উত্তর কোরিয়ার (North Korea) ছোড়া ক্ষেপণাস্ত্রের বদলা ক্ষেপণাস্ত্র (Missile Launche) দিয়েই নিল সিওল। যা নিয়ে দু'দেশের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনামূলক পরিস্থিতি। কেন দু'দেশের মধ্যে শুরু এমন মরণ খেলা? বুধবার উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া উপকূলের ৬০ কিলোমিটারের মধ্যে পড়ে। এরপরই কোনওরকম দেরি না করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়া। ভয়ংকর উত্তেজনা তৈরি হয়েছে কোরিয়া পেনিনসুলায়। আতংকিত হয়ে পড়েন কোরিয়ার উপদ্বীপ অঞ্চলের বাসিন্দারা। দক্ষিণ কোরিয়া সরকার উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেয়। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। এমনকি দক্ষিণ কোরিয়ায়  উপকূলের বাসিন্দাদের দ্রুত বাসস্থান ছেড়ে সুরক্ষিত এলাকায় সরে যাওয়ার বার্তা দেওয়া হয়।

সূত্রের খবর, উত্তর কোরিয়া বুধবার পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষপণ করে। তার মধ্যে একটি গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার উলেংডোর দ্বীপের জলসীমার অদূরে। যা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই দাবি করেছে পিয়ংইয়ং। আর এর পাল্টা  জবাব দেয় সিওল। উত্তর কোরিয়ার জলসীমা ঘেঁষে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। উল্লেখ্য, পঞ্চাশের দশকে কোরিয়া যুদ্ধের পর এই প্রথমবার বিতর্কিত সমুদ্রসীমায় অস্ত্র নিক্ষেপের ঘটনা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের অভিযোগ, 'উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দক্ষিণ কোরিয়ার জলসীমা দখলের চেষ্টা চালাচ্ছেন। কারণ যে জায়গায় পিংয়ংইয়ংয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে, সেখানের জলসীমা নিয়ে দীর্ঘ দিন ধরে দু’দেশের বিরোধ রয়েছে।'


Follow us on :