২৬ এপ্রিল, ২০২৪

India: 'গণতন্ত্রে কী করণীয়, আমাদের বোঝানোর প্রয়োজন নেই', রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-03 10:17:22   Share:   

এ মাসেই রাষ্ট্রপুঞ্জের (United Nation) নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। সেই গুরু দায়িত্ব পাওয়ার আগে বৃহস্পতিবার নিয়ম মেনে ঘানার (Ghana) প্রস্তাবে সায় দিয়ে  রাষ্ট্রপুঞ্জের সভাপতিত্বের দায়িত্ব এল ভারতের হাতে। এই কর্মসূচিতে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, 'গণতন্ত্রে কী করতে হয়, তা ভারতকে (India) বোঝানোর প্রয়োজন নেই। আমাদের গণতান্ত্রিক চেতনা আড়াই হাজার বছরের পুরনো।'

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এখনও স্থায়ী সদস্য সংখ্যা ১৫। ভারত স্থায়ী সদস্য না হলেও গুরুত্বপূর্ণ সদস্য। আন্তর্জাতিক নীতি নির্ধারণের নয়াদিল্লির ভূমিকা অপরিহার্য। দীর্ঘ মাস যাবৎ চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের অবস্থান কোনও পক্ষের কাছে উদ্বেগজনক, কোনওপক্ষ আবার কুর্নিশ করেছে। যুদ্ধ বন্ধের পক্ষে বরাবর মস্কোর কাছে সওয়াল করেছে দেশের বিদেশ মন্ত্রক। একইভাবে পশ্চিম ইউরোপ এবং মার্কিন নীতির সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া প্রস্তাবে সায় দেয়নি মোদী সরকার।

সেই কারণেই পশ্চিমী দুনিয়ার একটা অংশের আশঙ্কা, ঘনঘন রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের আনা প্রস্তাবে বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত। সেই কারণেই হয়তো আগেভাগে 'গণতন্ত্র' নিয়ে ভারতের অবস্থান রাষ্ট্র পুঞ্জে পরিষ্কার করে রাখলো রুচিরা।


Follow us on :