১৮ এপ্রিল, ২০২৪

USA: ভারতে ফেরত যাও! ঘৃণা ভাষণ-সহ হুমকি বার্তা এবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংসদকে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-09 21:11:20   Share:   

অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে ঘৃণা মন্তব্য (Hate Speech) এবং ভারতে ফিরে যাওয়ার নির্দেশ। বিদ্বেষমূলক এসব মন্তব্য এবার শুনতে হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংসদ প্রমীলা জয়পালকে (Pramila Jaypal)। সিয়াটেল থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের (US Congress Woman) এই মহিলা সাংসদ ৫টি অডিও ক্লিপ ট্যুইটারে পোস্ট করেন। পুরুষ কণ্ঠের সেই ক্লিপগুলোর অধিকাংশে আবার অডিও বিপ করা। এতটাই অশ্রাব্য যে সামাজিক মাধ্যমে পোস্টযোগ্য নয় ওই অংশগুলো।

সেই অডিওক্লিপ শেয়ার করে প্রমীলা জয়পাল লেখেন, 'সাধারনভাবে রাজনীতিবিদরা নিজেদের দুর্বলতা প্রকাশ করে না। কিন্তু আমি করলাম কারণ নতুনভাবে হিংসাকে আমরা গ্রহণ করতে পারব না। সেই অডিওয় ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি ভারতে ফিরে যেতেও বলা হয়েছে।

চলতি বছরেই এই সাংসদের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রধারী একজনকে গ্রেফতার করা হয়েছিল। ব্রেট ফসেল নামে সেই অভিযুক্তর সঙ্গে এই হুমকি বার্তার কোনও যোগাযোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে সিয়াটেল পুলিস।


Follow us on :