২৭ এপ্রিল, ২০২৪

Pakistan: কাশ্মীর নিয়ে পাক বিদেশমন্ত্রীর 'ঘৃণ্য' অভিযোগ,'ভিত্তিহীন মন্তব্য', পাল্টা নয়াদিল্লি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-08 17:26:36   Share:   

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টো জ়ারদারির (Bilawal Bhutto jardari) অভিযোগকে নস্যাৎ করল নয়াদিল্লি (New Delhi)। কাশ্মীরের (Kashmir) পরিস্থিতি নিয়ে করা জারদারির অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, 'পাক বিদেশমন্ত্রীর (Pakistan) ঘৃণ্য, ভিত্তিহীন মন্তব্য জবাব দেওয়ারই যোগ্য নয়।' এদিকে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ তুলে বিলাওল অভিযোগ করেন, 'ভারতের (India) রাষ্ট্রযন্ত্র কাশ্মীরের মহিলাদের উপর নিপীড়ন চালাচ্ছে!' পাল্টা রুচিরা বলেন, 'পরিকল্পনামাফিক বিদ্বেষ ছড়াতে চাইছে পাকিস্তান।'

পড়শি দেশে শাসক বদলের পর থেকেই ধারাবাহিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিদেশমন্ত্রী বিলাওল। গত ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গার প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বেনজির-পুত্র। এরপরে কূটনৈতিকস্তরে নয়াদিল্লি-ইসলামাবাদের উত্তেজনার পারদ আরও চড়ে।

এরপর ফেব্রুয়ারিতে এক কর্মসূচিতে বিলাওল বলেন, 'কাশ্মীরিদের নিজভূমেই এক ঘরে করা হয়েছে। কাশ্মীর উপত্যকায় পরিকল্পনামাফিক অন্য রাজ্যের বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ করে দিচ্ছে ভারত সরকার। এর ফলে কাশ্মীরের ভূমিপুত্রর অধিকার খর্ব হচ্ছে।'


Follow us on :