২৬ এপ্রিল, ২০২৪

Google: বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে গুগল-অ্যামাজন, কতটা প্রভাব ভারতীয় বাজারে?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-20 19:52:37   Share:   

বিশ্বের বড় বড় প্রযুক্তিক্ষেত্রগুলিতে এখন ঘন কালো মেঘ। কিছুদিন আগে ইলন মাস্ক টুইটার (Twitter) থেকে বহু কর্মী ছাটাই করেছেন। এবার সেই পথে হাটছে গুগুল-অ্যামাজন (Google-Amazon)। মূলত গুগলের মূল সংস্থা অ্যালফাবেট থেকে কর্মী ছাঁটাই হবে। যার কোপ কিছুটা হলেও পড়বে বিশ্বের অন্যতম বৃহৎ এই সার্চ ইঞ্জিন প্রযুক্তি সংস্থায়। জানা গিয়েছে, প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই (Lay Off) করার সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট।

শতাংশের বিচারে সারা বিশ্বে অ্যালফাবেটের মোট কর্মী সংখ্যার ৬%। গুগুলের প্রধান সুন্দর পিচাই এক সংবাদ সংস্থাকে এমন কথা জানান। কিছুদিন আগে মাইক্রোসফটও ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা প্রকাশ্যে এনেছে। এরপরই শোনা গেল গুগুল অ্যালফাবেটের এই কড়া সিদ্ধান্তের কথা।

পাশাপাশি আরও এক দফা কর্মী ছাটাইয়ের পথে হাঁটবে অ্যামাজনও। এখনও পর্যন্ত অ্যামাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, মাইক্রোসফট ১০ হাজার, টুইটার ৩৭০০ কর্মী ছাঁটাই করেছে। জানা গিয়েছে, করোনা পরবর্তী সময়ে বাজারের স্থবিরতা এবং মন্দাভাবই আন্তর্জাতিক এই সংস্থাগুলোকে কর্মী ছাটাইয়ের পথে হাঁটতে বাধ্য করেছে। ভারতীয় চাকরি বাজারে সেই ছাঁটাইয়ের প্রভাব কতটা পড়বে, সেই উদ্বেগ এখন অর্থনীতিবিদদের মনে।


Follow us on :