০৯ মে, ২০২৪

Google: নতুন রূপে গুগল! লোগোর মধ্যে লেখা '25', কিন্তু কেন?
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-27 14:04:25   Share:   

সার্চ ইঞ্জিন হিসাবে জনপ্রিয় 'গুগল' (Google)। সবকিছুর উত্তর রয়েছে তার কাছে। গুগল ছাড়াও যেন কোনও কাজ করা যায় না বর্তমানে। ফলে আজও নিশ্চয় আপনারা সকালে উঠতেই কোনও কিছু সার্চ করার জন্য গুগল খুলে বসেছেন। কিন্তু আজ গুগল খুলতেই দেখতে পাচ্ছেন Google-এর মধ্যে '25' লেখা। কিন্তু কেন এমনটা, এই নিয়ে প্রশ্ন জাগছে। এর পর তাতে ক্লিক করতেই জানা যায়, আসল রহস্য। আসলে আজ গুগলের ২৫ তম জন্মদিন (Google Birthday)। দেখতে দেখতে ২৫ বছরে পা দিয়েছে গুগল। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগলের পথ চলা শুরু হলেও ২৭ সেপ্টেম্বরকেই গুগলের জন্মদিন হিসাবে পালন করা হয়।

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর পথ চলা শুরু হয়েছিল গুগলের। ক্যালিফোর্নিয়ার ছোট্ট একটি গ্যারেজের মধ্যেই কম্পিউটার নিয়ে বসে ফেলেছিলেন ল্যারি পেজ এবং সার্জি ব্রিন। তার পরই যাত্রা শুরু গুগলের। সময়ের সঙ্গে ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেছে গুগল। এসেছে একাধিক আকর্ষণীয় ফিচার। সব মিলিয়ে ২৫ বছর ধরে ব্যবহারকারীদের ভালোবাসাতে জনপ্রিয়তার শীর্ষে এসে পৌঁছেছে গুগল। ফলে বুধবার জন্মদিনে মেতে উঠেছে গুগল। আর এই আনন্দের দিনে প্রত্যাশিতভাবেই বদলে গিয়েছে ডুডল। এক অভিনব ডুডলের মাধ্যমে গুগলের ২৫ তম জন্মদিন পালন করা হচ্ছে। আবার ইউজারদেরও ধন্যবাদ জানিয়েছেন এই সার্চ ইঞ্জিন সংস্থা।


Follow us on :