১৪ মে, ২০২৪

Germany: জ্বালানি সংকট থেকে বাঁচতে নিষ্ক্রিয় হল চুল্লি, বন্ধ পরমাণু শক্তির ব্যবহার-উৎপাদন
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-17 17:25:16   Share:   

পরমাণু শক্তি (Nuclear power) উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিল জার্মানি (Germany)। পাশাপাশি রবিবার, সেদেশে চালু থাকা তিনটি পরমাণু চুল্লি নিষ্ক্রিয় (Inactive) করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জেরে তীব্র জ্বালানি-সঙ্কটে রয়েছে জার্মানি-সহ গোটা ইউরোপ। এমনকি জীবাশ্ম জ্বালানির ব্যবহারও ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে তারা। এই কারণে পরমাণু শক্তির ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিল এই দেশ।

পরমাণু শক্তির ব্যবহার সম্পূর্ণ বন্ধ হওয়ার খবরে জার্মানির বিভিন্ন প্রান্তে আনন্দ-অনুষ্ঠান পালন করা হয়েছে। পরমাণু শক্তি-বিরোধী আন্দোলনের কেন্দ্রে থাকা ‘গ্রিনপিস’ সংস্থা বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেট-এ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এছাড়াও জার্মানির বেশ কয়েকটি শহরে মিছিল করেন সাধারণ মানুষ, উদ্‌যাপন করা হয় দিনটি। অনেকেই বলেন, 'এক বিপজ্জনক, অস্থিতিশীল, দামী প্রযুক্তির ব্যবহার অবেশেষ বন্ধ হল। ২০০২ সাল থেকে পরমাণু শক্তির ব্যবহার বন্ধের কথা ভাবতে শুরু করেছিল ইউরোপের এই দেশ। অবশেষে ২০২৩ সালে সম্পূর্ণ বন্ধ হল। জার্মানির মানুষ এই সিদ্ধান্তে খুশি। ঠান্ডা যুদ্ধ কিংবা ইউক্রেনের চের্নোবিল বিপর্যয়ের কথা মাথায় রেখে তাঁরা বরাবরই পরমাণু শক্তি-বিরোধী।'


Follow us on :