১৬ মে, ২০২৪

Plane: বিস্ময়কর ঘটনা! বিমান দুর্ঘটনার প্রায় ৪০ দিন পর খোঁজ মিলল চার শিশুর, সকলেই সুস্থ
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-10 17:47:49   Share:   

চলতি বছরে ১ মে আমাজনের (Amazon) জঙ্গলে ঘটেছিল বিমান দুর্ঘটনা (Plane crash)। সেই জঙ্গলে ভেঙে পড়েছিল ছোট যাত্রীবাহী বিমান ‘সেসনা ২০৬’। ওই বিমানে ছিলেন চার শিশু, (Child) তাদের মা এবং দু’জন পাইলট। বিমান দুর্ঘটনার পর শিশুদের মা এবং দুই পাইলটের দেহ পাওয়া গেলেও শিশুগুলির দেখা মেলেনি। জানা গিয়েছে, শিশুগুলির মধ্য়ে এক জনের বয়স ১৩, এক জনের নয়, এক জনের চার এবং অন্য জনের মাত্র এক।

এই বিমান দুর্ঘটনার পর ভেবেই নেওয়া হয়েছিল, শিশু গুলি মারা গিয়েছে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে বিমান দুর্ঘটনার প্রায় ৪০ দিন পরে অবশেষে দেখা মিলল শিশুদের। বিমান দুর্ঘটনার কবলে পড়া উইটোটো জনজাতি সম্প্রদায়ভুক্ত চার শিশুর সন্ধান পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশ, কলম্বিয়ার অন্তর্ভুক্ত আমাজ়নের জঙ্গলে। সে দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট এই চার শিশু উদ্ধারের ঘটনাকে ‘গোটা দেশের আনন্দ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ওই শিশুগুলির ছবিও টুইট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, গভীর জঙ্গলে সামরিক পোশাক পরা কয়েকজনের সঙ্গে বসে রয়েছে ওই শিশুগুলি। 



Follow us on :