১৭ মে, ২০২৪

Canada: রেকর্ড তাপমাত্রায় এবার কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল, পাশাপাশি বন্যার সতর্কতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-07 19:40:12   Share:   

বেশ কিছুদিন ধরে কানাডায় (Canada) তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রদেশ। আবার অন্য়দিকে, ব্রিটিশ কলাম্বিয়া (Columbia) প্রদেশে দ্রুত গলছে বরফ। যার জেরে জারি হয়েছে বন্যার সতর্কতা। এই দুই পরিস্থিতি ঘিরে আশ্রয়হীন বহু মানুষ।

অ্যালবার্টার স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার মোট ১৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে আনা হয়েছে। বিভিন্ন এলাকা মিলিয়ে সেখানে এখন কমপক্ষে ৭৮টি দাবানল জ্বলছে বলে জানিয়েছে দমকল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেড রিভার ক্রি নেশন এলাকা। সেখানে ইতিমধ্যেই ২০টি বাড়ি ও স্থানীয় থানাটিতে বিক্ষিপ্তভাবে অগ্নিকাণ্ড ঘটেছে। বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যালবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনের পশ্চিমে অবস্থিত ড্রেটন ভ্যালি অঞ্চলটি দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

অন্যদিকে, আবার বরফ গলার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যার মুখে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বাসিন্দারা। নদীর পার উপচে জল ঢুকে গিয়েছে ক্র্যাশ ক্রিক এবং গ্র্যান্ড ফর্কের বহু বাড়িতে। আশঙ্কা বাড়িয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। যার জেরে সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।



Follow us on :