০৮ মে, ২০২৪

Elon Musk: টুইটারের দায়িত্ব নিয়ে টেসলার শেয়ার বিক্রি, কমছে মাস্কের ধন!
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-09 13:43:24   Share:   

টেসলা (Tesla) কর্ণধার  এবং টুইটারের নতুন মালিক এলন মাস্ক (Elon Musk) একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চলেছেন। সম্প্রতি টুইটার (Twitter) শুরু করেছিল কর্মী ছাঁটাই। গণছাঁটায়ের খবরে বেশ কিছুদিন শিরোনামে ছিলেন মাস্ক। এরপর 'ব্লু টিক' নিয়ে চার্জ প্রদানের সিদ্ধান্ত, যা নিয়ে হৈচৈ পড়েছে নেটদুনিয়ায়। এর মধ্যেই টেসলা নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, টেসলার ১৯.৫  মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন এলন মাস্ক (Elon Musk)। এই শেয়ার বিক্রি করে এলন মাস্ক পেয়েছেন প্রায় ৩.৯৫ বিলিয়ন ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় ৩২ হাজার কোটি টাকা।

এর আগে এপ্রিল এবং অগাস্টে টেসলার মোট ১৫.৪ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করার পরে, এলন মাস্ক বলেছিলেন যে, আর কোনও বিক্রির পরিকল্পনা নেই। ৪৪ বিলিয়ন ডলারের অধিগ্রহণ শুরু হয়েছিল ৪ এপ্রিল। যখন মাস্ক ঘোষণা করেছিলেন যে, কোম্পানিতে তার ৯.২ শতাংশ শেয়ার রয়েছে, যা তাঁকে বৃহত্তম শেয়ারহোল্ডার করে তুলেছে। তিনি বলেছিলেন, স্প্যাম অ্যাকাউন্টগুলি পরিষ্কার করার পরিকল্পনা করেছিলেন। টেসলার এই শেয়ার বিক্রির পরেই মাস্কের মোট সম্পত্তির পরিমাণও অনেকটা কমে গিয়েছে। বহু মাস পরে এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের নীচে নেমে গিয়েছে।


Follow us on :