১০ মে, ২০২৪

Twitter: টুইটারে খবর পড়েন? আর বিনামূল্যে নয়, প্রতি খবরের জন্যও দিতে হবে টাকা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-30 13:56:39   Share:   

এবারে টুইটারে (Twitter) খবর পড়তে গেলেও দিতে হবে টাকা। এমনটাই জানানো হয়েছে টুইটারের তরফে। মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে লেখা ছাড়াও অনেকেই খবর পড়েন। সংবাদমাধ্যমরাও (Media) টুইটারে খবরের লিংক দেওয়ায় সেখান থেকেই টুইটার ব্যবহারকারীরা খবর পড়েন। কিন্তু এবারে এই সুবিধা বিনামূল্যে আর পাবেন না তাঁরা। কারণ এবারে টুইটারে নতুন ফিচার আসতে চলেছে, যেখানে সংবাদমাধ্যমদের তাদের পাঠকদের থেকে খবর পড়ার জন্য নির্দিষ্ট পরিমাণ মূল্য নির্ধারণ করতে পারবে। পরের মাস থেকেই এই ফিচার শুরু হবে বলে জানা গিয়েছে। শনিবার একথা টুইটারের কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছেন।

এতদিন টুইটারের এক বিশেষ ফিচার ছিল ব্লু টিক। এখন এই ব্লু টিকের জন্যও প্রতি মাসে দিতে হচ্ছে টাকা। টুইটারের কর্ণধার ইলন মাস্ক হওয়ার পর থেকেই একের পর এক নতুন নিয়ম শুরু করেছে। ব্লু টিকের পর এবারে আনলেন এই নতুন নিয়ম। ইলনের মতে, সংবাদমাধ্যম পাঠকদের থেকে প্রতি খবরে টাকা ধার্য করলে তাতে পাঠক ও সংবাদমাধ্যম দুইয়েরই সুবিধা হবে।


Follow us on :