১০ মে, ২০২৪

Twitter: নাম ও লোগো পরিবর্তন হতে চলেছে টুইটারের! কী জানালেন ইলন মাস্ক
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-24 14:06:29   Share:   

নাম ও লোগো পরিবর্তন হতে চলেছে টুইটারের (Twitter)। এমনটাই জানিয়েছেন টুইটার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। রবিবার হঠাৎ টুইটারের নাম ও লোগো পরিবর্তনের কথা ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। তিনি টুইট করে লিখেছেন, 'আমরা খুব শীঘ্রই টুইটারের ব্র্য়ান্ড ও সমস্ত নীল পাখিকে ধীরে ধীরে বিদায় জানাব।'



গতকাল অর্থাৎ রবিবার থেকেই ইলন মাস্ক তাঁর টুইটারের ডিপিতে একটি এক্স-এর ছবি দিয়ে রেখেছেন। ফলে মনে করা হচ্ছে টুইটারের নাম সম্ভবত হতে চলেছে 'এক্স'। আর লোগোতেও নীল সাদার ছোঁয়া উঠে গিয়ে আসবে কালো সাদা। অর্থাৎ, টুইটার বলতেই যে নীল রংয়ের যে পাখিটির কথা ভাবা হয়, সেটা আর দেখা যাবে না। এছাড়াও ইলন মাস্ক জানিয়েছে, X.com-এ ক্লিক করলেই তা এখন টুইটারের ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে।

টুইটারের কর্ণধার হওয়ার পর থেকেই একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। প্রথমে টুইটার থেকে কর্মী ছাঁটাই করেছেন। এরপর ব্লু টিকের সাবস্ক্রিপশন নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন। আর এরপরে টুইটারের নাম ও লোগো পরিবর্তনের কথাও ঘোষণা করলেন। ফলে এখন এটাই দেখার, সত্যিই কি টুইটারের নাম 'এক্স' হতে চলেছে কিনা।


Follow us on :