২৭ এপ্রিল, ২০২৪

plane: আকাশে এবার ইলেকট্রিক বিমান। ইজরায়েলি সংস্থার তৈরি বিমানের ট্রায়াল রান ওয়াশিংটনে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-29 16:08:33   Share:   

এবার আপনিও উড়ে যেতে পারেন বিদ্যুৎচালিত যাত্রিবাহী বিমানে (plane) করে। যদিও এখনও যাত্রী কবে তোলা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। যাত্রী ছাড়াই মঙ্গলবার সকালে ওয়াশিংটনের (Washington) গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর (Grant County International Airport) থেকে বিদ্যুৎচালিত ওই বিমান যাত্রা করে। আট মিনিটের ছোট্ট একটি ট্রিপ ছিল উদ্বোধনের দিন।

অ্যালিস নামের এই বিমানটি তৈরি করেছে ইজ়রায়েলের বিমান সংস্থা অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট। এদিন প্রথম যাত্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে উঠেছিল। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও গ্রেগরি ডেভিস এই যাত্রাকে ‘ঐতিহাসিক’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

ওই সংস্থা জানিয়েছে, মাত্র আধ ঘণ্টায় চার্জ দেওয়া যাবে বিমানটি। একেবারে গাড়ি বা মোবাইল ফোনের মতো দ্রুতগতিতে সম্ভব চার্জ দেওয়া। আর আকাশে থাকার সময়সীমা মাত্র এক ঘণ্টা। আর ওই বিমানে আসন সংখ্যা নয়জনের। গতি, ঘণ্টা প্রতি প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ নটস বা ২৮৭ মাইল গতিবেগে এগোতে পারে অ্যালিস।


Follow us on :