১৫ মে, ২০২৪

Donor: ৫০০-৬০০ সন্তানের বাবা এক যুবক! শুক্রাণু দানে নিষেধাজ্ঞা জারি আদালতের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-30 11:47:44   Share:   

নিঃসন্তান দম্পতিদের জীবনে খুশি আনতে শুক্রাণু (Sperm) দান করতে এগিয়ে এসেছেন এক যুবক। এভাবেই শুক্রাণু দান করে প্রায় ৫০০-৬০০ জন শিশুর জন্মদাতা হয়েছেন তিনি। কিন্তু এই ব্যক্তির উপরেই এবার আদালত (Court) নির্দেশ দিয়েছে যে, তিনি ভবিষ্যতে আর শুক্রাণু দান করতে পারবেন না। আর এই নির্দেশের অন্যথা হলেই দিতে হবে মোটা অঙ্কের টাকা। ঘটনাটি নেদারল্যান্ডসের (Netherlands)।

জানা গিয়েছে, এই ৪১ বছর বয়সী ব্যক্তির নাম জোনাথন জেকব। ২০১৭ সালেই তাঁর শুক্রাণুর দান করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেসময় তিনি শুক্রাণু দান করে প্রায় ১০০ জন শিশুর জন্মদাতা হয়ে গিয়েছিলেন। তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও তিনি সেখানেই থেমে থাকেননি। এরপরেও বিদেশ ও অনলাইনে এই কাজ করে গিয়েছেন। এরপর সম্প্রতি এক শিশুর মা তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। অভিযোগ, জোনাথন আগে কতবার শুক্রাণু দান করেছেন তা না জানিয়েই সেই মহিলার কাছে শুক্রাণু দিয়েছেন। এরপরেই আদালত জোনাথনকে শুক্রাণু দেওয়া থেকে বিরত থাকতে বলেছে। আর এই নির্দেশ না মানলে জোনাথনের থেকে প্রায় ৮০ লক্ষ টাকা জরিমানা নেওয়া হবে জানিয়েছে আদালত।


Follow us on :